Skip to main content

Posts

খোরমা খেজুরের খাওয়ার গুণ ও উপকার

খোরমা খেজুর ইরান,ইরাক সৌদি আরব এবং পাকিস্তানে হয়ে থাকে। খোরমা খেজুর পষ্টিকর ও যৌনশক্তি বর্দ্ধক। খোরমা খেজুরে রয়েছে প্রচুর ক্যালোরি ও  খাদ্যগুণ যেমন - ভিটামিন-বি,-সি, আয়রন এবং প্রচুর পরিমাণে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও ক্যালসিয়াম, অ্যামিনো অ্যাসিড, ভিটামিন-কে। ★★★ খেজুর সেবনে যৌবন বা তারুণ্য ধরে রাখে এবং যৌন উত্তেজনা বৃদ্ধি ও ঘনত্ব বাড়ায়। ইউনানি শাস্ত্রে অধিকাংশ শক্তিবর্ধক হালুয়া তৈরিতে খোরমা খেজুরের ব্যবহার অনস্বীকার্য। ★★★ খেজুর হৃদপিণ্ডকে সুস্থ্য সবল রাখে এবং রক্তচাপের জন্য খুবই উপকারী। খেজুরে থাকা উচ্চ মাত্রার ভিটামিন-বি’ নার্ভকে শান্ত করে রক্তচাপ কমাতে সহায়তা করে৷ এটি ভালো ঘুম হতে সহায়তা করে৷ ★★★ খেজুর শারীরিক শক্তি যোগাতে বিশেষ ভূমিকা রাখে। শুকনো খেজুরের শতকরা ৮০ ভাগই চিনি যা সরাসরি রক্তে চলে যায়, তাই শুকনো খেজুরকে মরুভূমির গ্লুকোজ বলা হয়ে থাকে৷ ★★★ খেজুরে আছে অ্যামিনো অ্যাসিড ও ট্রিপটোফেন, যেটি সিরোটোনিন হরমোন তৈরিতে খুবই গুরুত্বপূর্ণ যা মনে আনন্দের অনুভূতি ছড়িয়ে দিয়ে মনকে সতেজ রাখে। ★★★ খেজুর রুচি বাড়াতে খেজুরের কোন তুলনা হয় না। অনেক শিশুরা তেমন একটা খেত

নতুন অস্ত্র বিকাশের জন্য সংস্থা গঠনের অনুমোদন মোদী সরকারের

• ⚡ মহাকাশ যুদ্ধের হুমকি,  👉নতুন অস্ত্র বিকাশের জন্য সংস্থা গঠনের অনুমোদন  মোদী সরকারের * মার্কিন যুক্তরাষ্ট্রের পর এখন মহাকাশ যুদ্ধের কথা মাথায় রেখে নিজের প্রতিরক্ষা বিষয় আরও জোরদার করতে শুরু করেছে ভারত । মহাকাশে যুদ্ধের জেরে সশস্ত্র বাহিনীর শক্তি বাড়াতে নতুন সংস্থা তৈরির অনুমোদন দিয়েছে মোদী সরকার । সংস্থাটির নাম ডিফেন্স স্পেস রিসার্চ এজেন্সি, যার কাজ হবে উচ্চ ক্ষমতাসম্পন্ন আধুনিক প্রযুক্তির অস্ত্র ডিজাইন করা । ' মন্ত্রলয় সূত্র অনুসারে  ভারত মহাকাশ যুদ্ধের হুমকির উপর গুরুত্ব দিয়ে এই পদক্ষেপ নিয়েছে , যখন মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই 2020-এর মাধ্যে মহাকাশ সেনাদল তৈরির কথা ঘোষণা করেছে । আমেরিকার এই সিদ্ধান্তে চীনের টেনশন বেড়ে গেছে । এমনও হতে পারে চিন ও এই একই দিশাতে কাজ করছে।  যা উল্লেখযোগ্য তা হলো, যুক্তরাষ্ট্র চ্যালেঞ্জ হিসেবে রাশিয়া ও চীনের নাম নিয়েছিল । আরও পড়ুন- রেশনে নয়া নিয়ম মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি সরকারের তরফে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা উচ্চ স্তরে গৃহীত হয়েছে এবং সংস্থার এক যুগ্ম স্তরের বিজ্ঞানীর অধীনেও এই বিষয়ে সিদ

হঠাৎ গ্রেফতার হলে কী করবেন ?

হঠাৎ গ্রেফতার হলে কী করবেন ? কিছু আইনি পরামর্শ, জেনে রাখুন 1. বিনা ওয়ারেন্ট অথবা 41crpc নোটিশ না দিয়ে পুলিশ আপনাকে গ্রেফতার করতে পারে না। 2. গ্রেফতারের সময় আপনাকে গ্রেফতারের কারণ, গ্রেফতারকারী অফিসারের নাম, গ্রেফতারের সময় ও স্থান সম্পর্কিত একটি মেমো পুলিশ আপনাকে বা আপনার বাড়ির লোককে দিতে বাধ্য। এই জিনিসটি অবশ্যই চেয়ে নেবেন। মামলার ক্ষেত্রে এটির গুরুত্ব অপরিসীম। 3. গ্রেফতার করার 24 ঘন্টার মধ্যে পুলিশ আপনাকে ম্যাজিষ্ট্রেটের সামনে হাজির করতে বাধ্য এবং ম্যাজিষ্ট্রেটের অনুমতি ছাড়া আর একদিনও আপনাকে অতিরিক্ত আটকে রাখতে পারে না। কোর্ট ছুটি থাকলে সেক্ষেত্রে ম্যাজিষ্ট্রেটের বাড়িতে আপনাকে হাজির করাতে হবে। 4. মহিলা পুলিশ ছাড়া কোনওভাবেই কোনও মহিলাকে গ্রেফতার বা তল্লাশী চালানো যায় না। 5. আইন অনুযায়ী পুলিশ লক আপে আপনাকে কোনওপ্রকার শারীরিক বা মানসিক অত্যাচার করতে পারে না। এমনকি চড় মারতেও পারে না। এবার জেনে নিন কীভাবে পুলিশ আপনাকে হয়রানি করতে পারে ও এক্ষেত্রে কী করবেন- 1. সাধারণ ভাবে সরকারবিরোধী, শাসক দল বিরোধী কোনও পোষ্টের জন্য পুলিশ কাউকে গ্রেফতার করতে পারে না। কারণ বাক স্বাধীনতা

icc world cup রোহিত শর্মার ১৫টি বড় রেকর্ড

আইসিসি বিশ্বকাপ, ইন্ডিয়া বনাম এসএ: রোহিত শর্মা বিশ্বকাপের প্রথম ম্যাচে ১৫টি বড় রেকর্ড গড়েছেন, দেখুন তালিকা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আইসিসি বিশ্বকাপের প্রথম ম্যাচে টিম ইন্ডিয়ার ওপেনার রোহিত শর্মা নাটকীয় ইনিংস খেলে দলকে জয় পাইয়ে দেওয়ার ক্ষেত্রে অস্ত্রের ভূমিকা পালন করেন । ভারতীয় দল টসে জিতে প্রথমে বোলিং করলে 50 ওভারে ৯ 227 স্কোর করে দক্ষিণ আফ্রিকা । এরপর 47.3 ওভারে চার উইকেট হারিয়ে টার্গেট অর্জিত হয় । এই ম্যাচে ওপেনার রোহিত শর্মা ১৩টি চার ও দুটি ছক্কায় 144 বল করে 122 রান করেছেন । টার্গেটটা তাড়া করে ভারতীয় দল দুর্বল শুরু করে, আর শিখর ধবনের উইকেট হারিয়ে ১৩ রানে অলআউট হয়ে যায় কোহলি 54 স্কোর করে । তখন রোহিত শর্মা চমৎকার এক ইনিংস খেলে এবং গ্রেটার ইনিংসের সময় তাঁর নামে বেশ কিছু রেকর্ড ছিল । ১. এটি ছিল রোহিত শর্মার ওয়ানডে ক্যারিয়ারের ২৩তম সেঞ্চুরি ।  তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়কে ২২টি সেঞ্চুরির রেকর্ড ভেঙে সর্বোচ্চ ওয়ানডে শতরান করে তৃতীয় ভারতীয়  ব্যাটসম্যান হন ।  এর আগে বিরাট কোহলি (41) ও সচিন তেন্ডুলকর (49) । শতরানের রেকর্ড আছে। ২. রোহিত শর্মা অপরাজিত 122 রান

সিঁদুর পরার কারন ও গুরুত্ব

বর্তমান মেয়েদের ১টা কমন প্রশ্নঃ  শাঁখা সিঁদুর পরতে হবে কেন?  প্রথমেই বলে নেই এটা আপনাকে যে পরতেই হবে আর না পরলে যে আপনি নরকবাসী হবেন তেমন কোন ধর্মীয় বিধান আমার মতে জানা নেই। তবে কেন শাঁখা সিঁদুর আমাদের হিন্দু বিবাহিত নারীরা পরে আসছে ?? ১/আধ্যাত্মিক কারণ : শাঁখার সাদা রং- সত্ত্ব, সিঁদুরের লাল রং – রজঃ এবং লোহার কাল রং- তম গুণের প্রতীক। সংসারী লোকেরা তিনটি গুণের অধীন হয়ে সংসারধর্ম পালন করে।  ২/ সামাজিক কারণ : তিনটি জিনিস পরিধান করলে প্রথম দৃষ্টিতেই জানিয়ে দেয় ঐ রমণী একজন পুরুষের অভিভাবকত্বে আছেন। সে কারণেই অন্য পুরুষের লোভাতুর, লোলুপ দৃষ্টি প্রতিহত হয়। স্বামীর মঙ্গল চিহ্ন তো অবশ্যই।  ৩/ বৈজ্ঞানিক কারণ : রক্তের ৩টি উপাদান শাঁখায় ক্যালসিয়াম, সিঁদুরে মার্কারি বা পারদ এবং লোহায় আয়রণ আছে। রক্তের ৩টি উপাদান মায়েদের মাসিক রজঃস্রাবের সাথে বের হয়ে যায়। তিনটি জিনিস নিয়মিত পরিধানে রক্তের সে ঘাটতি পূরণে সহায়তা করে।  আর্য ঋষিগণ সনাতন ধর্মের প্রতিটি আচার অনুষ্ঠানেই বৈজ্ঞানিক প্রয়োজনীয়তাকে প্রাধান্য দিয়ে আচার বা অনুষ্ঠানের ব্যবস্থা করেছেন। লক্ষ্য করবেন -* সিঁদুর দেয়া

নির্ভরতার আরেক নাম প্রতাপচন্দ্র সারেঙ্গি

সাংসারিক জীবনে কোনওকালেই মোহ ছিল না তাঁর সন্ন্যাসী হওয়ার ইচ্ছা নিয়ে তিনি এসেছিলেন বেলুড় মঠে৷ কিন্তু মোদির মতোই তাঁকেও ফিরিয়ে দিয়েছিলেন বেলুড়ের মহারাজরা৷  ফলে আবারও স্বাভাবিক জীবনে ফিরে গিয়েছিলেন তিনি৷ কিন্তু তাও সংসার করেননি৷ মায়ের মৃত্যুর পর থেকে একজন সন্ন্যাসীর মতোই কুড়ে ঘরে দিন কাটাচ্ছ ছাপোষা প্রতাপচন্দ্র সারেঙ্গিকেই নিজ মন্ত্রিসভায় ঠাঁই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ প্রতিমন্ত্রী করলেন ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রক এবং পশু, গোপালন ও মৎস্য মন্ত্রকের  অন্যান্য রাজনীতিকদের থেকে অনেকটাই আলাদা তাঁর জীবনযাত্রা৷ সম্পত্তি বলতে রয়েছে একটি কুড়ে ঘর ও একটি সাইকেল৷ আর নিজের লোক বলতে রয়েছে এলাকার ছোট বাচ্চারা৷  ২০০৯-তে বিজেপির তরফে তিনি প্রার্থী ঘোষিত হলেও, নির্বাচনে নির্দল প্রার্থী হিসাবে লড়েন তিনি৷ কারণ, দলের টিকিট নিয়ে বাসে করে বাড়ি ফেরার পথে, সেই টিকিট হারিয়ে ফেলেন প্রতাপচন্দ্র সারেঙ্গি৷ সূত্রের খবর, এই অত্যন্ত সাদামাটা স্বভাবের জন্যই সকলের বিশ্বাস ও নির্ভরতার আরেক নাম হয়ে ওঠেন প্রতাপচন্দ্র সারেঙ্গি৷ গত লোকসভা নির্বাচনেও বালাসোর থেকেই বিজেপির প্রার্থী হয়েছিলে

ক্রিকেটে নতুন নিয়ম 'লাল কার্ড'

ক্রিকেটে 'লাল কার্ড'। শুনতে অবাক লাগলেও এবার বিশ্বকাপে এমনই হবে। মাঠে অশালীন আচরণ রুখতে আইসিসি বদ্ধপরিকর। আর তাই এবার বিশ্বকাপে আম্পায়ারদের পকেটে থাকবে লাল কার্ড। কোনও ক্রিকেটারকে মাঠ থেকে বের করে দেওয়া এবং বিপক্ষকে পাঁচ রান বোনাস দেয়ার আইন চালুর পর এই প্রথম ক্রিকেট বিশ্বকাপ আয়োজিত হচ্ছে। ফলে এবার একগুচ্ছ নতুন নিয়মের সঙ্গে পরিচিত হতে হবে দর্শকদের। লেভেল ওয়ান: অকারণে আম্পায়ারের সামনে অতিরিক্ত আপিলের ভঙ্গি দেখানো। অথবা আম্পায়ারের চূড়ান্ত সিদ্ধান্ত মেনে না নেওয়া। প্রথমবার সতর্ক করতে পারেন আম্পায়ার। কিন্তু দ্বিতীয়বার হলে শাস্তি হিসেবে বিপক্ষকে পাঁচ রান বোনাস দেওয়া হবে। লেভেল টু: কোনও খেলোয়াড়ের দিকে ইচ্ছাকৃতভাবে বল থ্রো করা। অথবা ইচ্ছে করে কোনও ক্রিকেটারকে ধাক্কা দেওয়া বা দৌড়নোর সময় বাধা সৃষ্টি করা। শাস্তি হতে পারে একই। বিপক্ষ দল পাবে পাঁচ রান। লেভেল থ্রি: আম্পায়ারকে ভয় দেখানো। অন্য কোনও ক্রিকেটার, কর্তা বা দর্শককে আক্রমণের হুমকি দেওয়া। শাস্তি হিসাবে বিপক্ষ দল পাঁচটি পেনাল্টি রান পেতে পারে। অথবা দোষী খেলোয়াড়কে নির্দিষ্ট সংখ্যক ওভারের জন্য মাঠ থেকে বে