Skip to main content

Posts

Showing posts from October, 2019

১২ বছর ধরে জমানো ৩৫ কেজি কয়েন দিয়ে মাকে ফ্রিজ কিনে দিল যুবক

এক, দুই, পাঁচ ও দশ টাকার কয়েন জমানো শুরু হয়েছিল ১২ বছর আগে। ১৭ বছরের যুবক রাম সিং চেয়েছিল, জন্মদিনে মাকে একখানা বড়সড় রেফ্রিজেরেটর উপহার দেবে। যেমন ভাবনা তেমন কাজ। ১২ বছর ধরে সে টাকা জমাচ্ছে। ২০০৭ সাল থেকে আজ পর্যন্ত রাম সিং জমিয়েছে ৩৫ কেজি কয়েন। আর সেই ৩৫ কেজি কয়েন নিয়ে রাম সিং সোজা হাজির হয় রেফ্রেজেরেটর-এর দোকানে। আর সেদিনই রাম সিং খবরের কাগজে বিজ্ঞাপন দেখেন, একটি সংস্থার রেফ্রিজেরটরে ছাড় দেওয়া হচ্ছে। তাই আর দেরি করেনি রাম সিং। সোজা হাজির হয় দোকানে। ১৩ হাজার পাঁচশো টাকা নিয়ে শোরুমে হাজির হন রাম সিং। কিন্তু পুরো টাকাটাই শোরুম মালিককে তিনি দেন কয়েনে। প্রথমে শোরুম মালিক ব্যাপারটা বুঝতে পারেননি। পরে তিনি রাম সিংয়ের সঙ্গে কথা বলে ঘটনাটা জানতে পারেন। ২০০৭ সালে রাম সিংয়ের বয়স ছিল পাঁচ বছর। সেই সময় থেকে মায়ের জন্মদিনে উপহার দেওয়ার জন্য অল্প অল্প করে টাকা জমাতে শুরু করে রাম সিং। এভাবেই প্রায় ১২ বছর ধরে প্রতিদিন অল্প অল্প করে কয়েন জমাতে থাকে সে। ১২ বছর পর মোট কয়েনের ওজন গিয়ে দাঁড়ায় ৩৫ কেজিতে। তার পরেই ফ্রিজ কেনার সিদ্ধান্ত নিয়ে ফেলে রাম সিং। মায়ের জন্মদিনেই সমস্ত কয়েন নিয়ে

Donate your useful old garments for underprivileged child's

উড়ো চিঠির পক্ষ থেকে একটি মানবিক আবেদন - শীতের সময় আসতে চলেছে, গ্রাম তথা শহরে হতদরিদ্র সাধারণমানুষ বৃদ্ধ, শিশু প্রবল শীতের সম্মুখীন হতে চলেছে আর কিছুদিন পর। সদ্য জন্মানো শিশুরা বাঁচে নিজের ভাগ্যের উপর, অকাল বার্ধক্যে ভুগতে থাকা মানুষগুলি রাত কাটায় আগুন জ্বালিয়ে, শীতের বস্ত্রের অভাবে। তাদের পাশে দাঁড়ানোর স্বপ্ন, তাদের আয়ুকাল আরো একটু বাড়ানোর স্বপ্ন, শুধু এইটুকুই স্বপ্ন আমাদের। আর সেই স্বপ্ন ভাগ করে নেব আপনাদের সাথে।  প্রথম পর্যায়ে আমরা ১০০ টি দরিদ্র, দুস্থ পরিবারকে শীতের বস্ত্র দিতে চাই। এটি আমাদের প্রথম ও ছোট্ট একটি প্রচেষ্টা। এই ছোট ছোট প্রচেষ্টা গুলি একটু একটু করে বিশাল হয়ে যায়, ছোট গাছ যেমন করে সকলের অজান্তে মহীরুহ হয়ে ওঠে। আর এই ছোট্ট প্রচেষ্টা আপনাদের সাহায্য ছাড়া কখনোই সম্ভব নয়। আপনারা প্রত্যেকে এগিয়ে আসুন আমাদের সাথে এই প্রচেষ্টা সার্থক করতে। আমরা আপনাদের কাছে এইটুকু সহানুভূতি আশা করি। আর যার যতটা সামর্থ্য তারা সেটা দিয়ে আমাদেরকে সাহায্য করবেন আশা করি। এছাড়াও  আপনাদের যা পুরানো বস্ত্র আছে তা দিয়ে আমাদেরকে সাহায্য করুন। আমরা এই কাজটি সফল করার জন্য

বিসিসিআই-এর নয়া প্রেসিডেন্ট হতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়

প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্য়ায় এবার ভারতীয় ক্রিকেটের মসনদে বসতে চলেছেন। গত রবিবার বোর্ডের নাটকীয় মোড়ে বিসিসিআই-এর প্রেসিডেন্ট হতে চলেছেন 'দাদা'। প্রথমে ব্রিজেশ প্য়াটেলের নাম ঠিক হলেও পরে জানা যায় সৌরভই বোর্ডের প্রেসিডেন্ট পদে মনোনয়ন জমা দিতে চলেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ'র পুত্র জয় শাহ হতে চলেছেন বোর্ডের নয়া সচিব। অন্যদিকে অরুণ ধুমাল হবেন বিসিসিআইয়ের নয়া কোষাধ্যক্ষ। প্রাক্তন বোর্ড প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুরের ছোট ভাই অরুণ। রবিবার রাতে ইন্ডিয়ানএক্সপ্রেসডটকম-কে এক সূত্র জানিয়েছেন, "গাঙ্গুলি এখন প্রেসিডেন্ট পদে মনোনীত। আগামিকাল এই পদের জন্য় সে মনোনয়ন দেবে। এদিন বোর্ডের বৈঠকে সকল প্রতিনিধিরা মিলিত ভাবে এই  সিদ্ধান্ত নিয়েছে।" ভারতীয় ক্রিকেটে বরাবরই এন শ্রীনিবাসনের একটা একচ্ছত্র আধিপত্য় দেখা গিয়েছে। তিনিই ব্রিজেশের জন্য় লবি করেছিলেন যাতে তাঁকে নয়া প্রেসিডেন্ট হিসাবে দেখা যায়। বোর্ডের উত্তর-পূর্ব ভারতের অ্যাফিলিয়েটেড সংস্থার সিনিয়র আধিকারিক সংবাদসংস্থাকে দেওয়া এক সাক্ষাতকারে জানিয়েছেন, "প্রেসিডেন্ট পদের জন্য় ব্রিজেশের জন্য়

পেঁয়াজের দাম কষাকষি নিয়ে মহিলাদের মধ্যে সংঘাত আহতো পাঁচ।

পেঁয়াজের মূল্য বিদ্ধির এবং তার দাম কষাকষি নিয়ে হিংসাত্মক সংঘর্ষ রূপ নেয় উত্তর প্রদেশের কালিকাহোরি গ্রামে । কালিকাহোরি গ্রামের নেহা স্থানীয় বাজারে পেঁয়াজ কিনতে গিয়ে দোকানদারের সাথে দরকষাকষির করতে গেলে সেখানে দাঁড়িয়ে থাকা অন্য মহিলার ওকে  ঝগড়া শুরু করেন, আর সেই বিতর্ক হিংসাত্মক সংঘর্ষে পরিণত হয়। সংঘর্ষে আহত পাঁচ মহিলাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে । গত বুধবার মামলা টি  সবার সমনে আসে যখন নেহা পেঁয়াজের দাম নিয়ে এক দোকানদারের  সাথে দর কষাকষি কারছিলেন ঠিক সেই সময়ে তার প্রতিবেশী তাকে অর্থনৈতিক অক্ষমতার জন্য কটাক্ষ করেন এবং দুঃখ প্রকাশ করে দোকানি বলেন, ' নেহা পেঁয়াজ কিনতে পারবেন না, দোকানি যেনো তার সাথে তর্ক বাদ দিয়ে অন্য কাস্টমারের দিকে ধ্যান দে।। এ কথা শুনে নেহা দীপ্তিকে নামক মহিলাকে রাস্তায় চুলের মুঠো ধরে  ফেলে দেয়  এবং পরিবারের অন্যান্য সদস্য দের ডেকে আনেন।  অন্য মহিলারা এই ঝগড়াতে অংশ নেওয়ায়, ঝগড়া  হিংসাত্মক হয়ে ওঠে এবং নেহা ও দিপ্তির পরিবারের তিন তিন  মহিলা আহত হন । বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই পুলিশ তদন্ত শুরু করে অভিযুক্ত দের আদালতে পেশ করে । বিবাদের জেরে ছ

ভোটার কার্ডের সঙ্গে কী ভাবে লিঙ্ক করবেন আপনার ফোন নম্বর?

ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর সংযুক্তিকরণের পদ্ধতি: ১) ‘ন্যাশনাল ভোটার্স সার্ভিসেস পোর্টাল’-এর ওয়েবসাইটে ‘লগ-ইন’ করতে হবে। ক্লিক করতে হবে  https://www.nvsp.in / -এই লিঙ্কে। ২) লগ-ইন’ করার পর নতুন ব্যবহারকারীরা ‘ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট, রেজিস্টার অ্যাজ এ নিউ ইউজার’- এখানে ক্লিক করুন। ৩) এখানে ‘মোবাইল নম্বর’ এর জায়গায় নিজের বৈধ মোবাইল নম্বরটি এন্টার করুন। ৪) এ বার ‘ক্যাপচা কোড’ দিন। ৫) এ বার 'আই হ্যাভ এপিক নম্বর'-এ ক্লিক করেএপিক নম্বর’টি দিন।  তা না থাকলে, 'আই ডোন্ট হ্যাভ এপিক নম্বর'-এ ক্লিক করুন এবং নিজের নাম, পদবি দিয়ে পরবর্তী নির্দেশ অনুসরণ করুন। ৬)পরবর্তীকালে আপডেটের জন্য একটি পাসওয়র্ড তৈরি করতে হবে। ৭) এরপর রেজিস্টার অপশনে ক্লিক করলেই আপনার মোবাইল নম্বর লিঙ্ক হয়ে যাবে ভোটার কার্ডের সঙ্গে। urochithimedia

প্রতি মিনিটে ৬ পয়সা চার্জ শুরু করল জিও

রিলায়েন্স জিও বুধবার ঘোষণা করল, অন্যান্য মোবাইল নেটওয়ার্কগুলিতে কল করা গ্রাহকদের জন্য এক মিনিটে ৬ পয়সা চার্জ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। মুম্বই-ভিত্তিক অপারেটর দাবি করেছে, নতুন ভয়েস চার্জটি চলমান ইন্টারকানেক্ট ইউজেস চার্জ (আইইউসি)-এর হারে হবে, যা টেলিকম সংস্থাগুলির ইন্টার-নেটওয়ার্কিং আউটগোয়িং কলগুলিকে সক্ষম করার জন্য টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া (ট্রাই) নির্ধারণ করেছিল। এটি অফ-নেট ভয়েস কল হিসাবে পরিচিত। নতুন পরিবর্তনটি বিশেষত অন্যান্য অপারেটরগুলিতে করা ভয়েস কলগুলির ক্ষেত্রেই প্রযোজ্য হবে। অর্থাৎ, সমস্ত জিও-টু-জিও কল, ইনকামিং কল এবং জিও-টু- ল্যান্ডলাইন কলগুলির জন্য কোনো অতিরিক্ত চার্জ যোগ করা হবে না। অফ-নেট ভয়েস কল চার্জের জন্য রিলায়েন্স জিও চারটি আইইউসি টপ-আপ ভাউচারের ঘোষণা করেছে। যেগুলির যার মূল্য মূল্য ১০ টাকা থেকে ১০০ টাকার মধ্যে। জিও বলেছে, এটি গ্রাহকদের জন্য শুল্ক বৃদ্ধি না করার জন্য আইইউসি টপ-আপ ভাউচারের উপর ভিত্তি করে সমমানের অতিরিক্ত ডেটা এনটাইটেলমেন্ট সরবরাহ করবে। একই সঙ্গে পোস্টপেড জিও গ্রাহকদেরও ভাউচারগুলিতে সরবরাহের পরিমাণের চেয়ে নিখরচায