Skip to main content

Posts

Showing posts from March, 2020

আত্মহত্যা করার সিদ্ধান্ত নিলেন হিটলার, তৈরি করলেন শেষ ইচ্ছাপত্র, কী লিখেছিলেন!

রূপাঞ্জন গোস্বামী-র লেখা থেকে সংগৃহীত লাস্ট উইল অ্যান্ড পলিটিক্যাল টেস্টামেন্ট-এ সাক্ষী হিসেবে সই করেছিলেন  হিটলারের প্রচার সচিব কুখ্যাত ডক্টর জোসেফ গোয়েবলস  এবং হিটলারের প্রাইভেট সেক্রেটারি কর্নেল মার্টিন বরম্যান। রাশিয়ার হাতে শোচনীয় পরাজয় আসন্ন। ১৯৪৫ সালের জানুয়ারিতে হিটলার ফিরে এলেন তাঁর বার্লিনের জার্মান চ্যান্সেলরের কার্যালয় ‘রিখ চ্যান্সেলরি’তে। দুর্গসদৃশ চ্যান্সেলরির পিছন দিকে অত্যন্ত সুরক্ষিত একটি উদ্যান। উদ্যানটির  ঠিক তলায়, মাটির নীচে অবস্থিত ফুয়েরার-এর (পথপ্রদর্শক) বাঙ্কার। মাটি থেকে আঠাশ ফুট নীচে, দশ ফুট পুরু সিমেন্টের ঢালাই করা দেওয়াল দিয়ে ঘেরা অত্যাধুনিক সুবিধাযুক্ত তিন হাজার স্কোয়ার ফিটের বাঙ্কার। এই বাঙ্কারটিই  আজ দুনিয়া কাঁপানো হিটলারের শেষ আশ্রয়স্থল। রাশিয়ান ফৌজ পোলান্ড হয়ে পূর্ব জার্মানির দরজায় কড়া নাড়ছে। লালফৌজ ও মিত্রবাহিনীর কার্পেট বম্বিং-এ বার্লিন সম্পূর্ণ বিধ্বস্ত। এপ্রিলের শুরুতেই  প্রায় ২৫ লক্ষ রাশিয়ান সেনা বার্লিন ঘিরে ফেলেছিল। দুসপ্তাহ পরে তারা এখন  বার্লিনের প্রাণকেন্দ্রে ঢুকে পড়ছে। হিটলারের বাঙ্কার থেকে আর তারা মাত্র  কয়েক কিল

এক ঝলকে দেখে নেওয়া যাক কেন্দ্রের ঘোষণা

এক ঝলকে দেখে নেওয়া যাক কেন্দ্রের ঘোষণা---- করোনা চিকিৎসায় যুক্ত চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের প্রত্যেকের জন্য ৫০ লক্ষ টাকার বিমা। ৮০ কোটি গরিবের জন্য প্রধানমন্ত্রী অন্ন যোজনা। যাতে কোনও গরিব অভুক্ত না থাকেন। এই আওতায় আগামী ৩ মাসের জন্য বাড়তি ৫ কেজি করে চাল-আটা ও ১ কেজি করে ডাল। ৮ কোটি ৬৯ লক্ষ কৃষকের জন্য এপ্রিলের শুরুতে ২ হাজার টাকা। ১০০ দিনের কাজে মজুরি ১৮২ টাকা বাড়িয়ে করা হল ২০২ টাকা। এর ফলে উপকৃত হবেন ৫ কোটি শ্রমিক। ৩ কোটি প্রবীণ বিধবা ও বিশেষভাবে সক্ষমদের জন্য অর্থ সাহায্য। এককালীন দু কিস্তিতে দেওয়া হবে ১ হাজার টাকা। মহিলাদের জনধন অ্যাকাউন্টে দেওয়া হবে ৩ মাসের জন্য মাসিক ৫০০ টাকা। উজ্জ্বলা গ্রাহকদের প্রথম ৩ মাসে বিনামূল্যে সিলিন্ডার। মাসিক ১৫ হাজারের কম বেতনভুক্ত কর্মচারিদের পিএফ আগামী ৩ মাস জমা দেবে কেন্দ্র।  ১০০-র কম কর্মচারি আছে, এমন সংস্থার কর্মচারিদের পিএফ দেবে কেন্দ্র। এর ফলে উপকৃত হবেন ৮০ লক্ষ শ্রমিক। নির্মাণকর্মীদের ওয়েলফেয়ার ফান্ডে ৩১ হাজার কোটি টাকা বরাদ্দ।