Skip to main content

Posts

Showing posts with the label ভোটের কালি কি?

ভোটের কালি কি এবং তা আঙুলে লাগালে কালি উঠে যায় না কেন?

ভোটের কালি কি? মাইসাের পেইন্টস অ্যান্ড বার্ণিশ লিমিটেড  এই কালি বাজারে পাওয়া যায় না । এটা তৈরি করে মাইসোরের। একটি কোম্পানি - মাইসাের পেইন্টস অ্যান্ড বার্ণিশ লিমিটেড । কালি প্রস্তুতির সমস্ত ফর্মুলাই খুব গােপনীয়। এমনকি কোম্পানির দু - একজন ছাড়া বাকি কর্মচারীদের কাছেও গােপন থাকে । পুরাে ফর্মুলাটা ।  যতদূর জানা যায় এই কালির মূল উপাদান সিলভার নাইট্রেট । যা আমাদের ত্বকের লবণের সাথে বিক্রিয়া । করে ক্লোরাইডের অধঃক্ষেপ ফেলে। যা ত্বকের সাথে লেগে যায়। পাকাপাকি ভাবে। এই কালি কতটা স্থায়ী হবে তা নির্ভর করে। কালিতে সিলভার নাইট্রেটের পরিমানের উপরে। আর থাকে কিছু অ্যালকোহল যা কালিকে তাড়াতাড়ি শুকাতে সাহায্য করে ।  অতিবেগুনি রশ্মির সংস্পর্শে কালচে বর্ণ ধারণ করে এই কালি ।