Skip to main content

Posts

আমার চোখে নজরুল

বাংলা চতুর্থ এবং ইংরেজি বিংশ শতাব্দীর বাংলা সাহিত্য ও সংগীত বঙ্গ সংস্কৃতির প্রাণপুরুষ কাজী নজরুল ইসলামের জন্ম 1306 সালের 11 জ্যৈষ্ঠ ইংরাজি 1898এর -24 মে এর জন্মস্থান গ্রাম চুরুলিয়া' থানা- জামুরিয়া মহাকুমা আসানসোল জেলা- বর্ধমান একটি মাটির ঘরে নজরুলের জন্ম পূর্ব-পশ্চিমে মসজিদ, দক্ষিনে পীর পুকুর, পুকুরের পাড়ে হাজী পালোয়ানের কবর নজরুলের পিতামহ আমিন উল্লাহ  পিতা কাজী ফকির আহমেদ মাতা জাহেদা খাতুন নজরুলের তিন সহোদর ভাই এক বোন তার ডাক নাম দুখু মিঞা হাজার 1905 সালে বাবার মৃত্যু হয় তখন তার বয়স মাত্র 9 বছর 10 বছর বয়সে গ্রামের মক্তব থেকে প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ওই মক্তবের শিক্ষকতা করতে থাকেন হাজী পালোয়ানের কবরের সেবক এবং মসজিদের  জুয়াজিনের কাজ করেন বাবার অকাল প্রয়াণে পরিবারের ভরণপোষণের জন্য অল্প বয়সে জীবন সংগ্রামের আনতে হয়েছিল এর মাধ্যমে ইসলাম ধর্মের মৌলিক আচার-অনুষ্ঠান কোরান পাঠ নামাজ-রোজা জাতাক পরিচিত হন যা পরবর্তী জীবনে বাংলা সাহিত্য আচার অনুষ্ঠানে ও সংগীত ইসলামী ঐতিহ্য ও অভিজ্ঞতার কাজ করেছিল। ছোট বয়স থেকেই আমার পরিবারের নজরুল সম্পর্কে এসমস্ত আলোচনা শুনে এসেছি এ